আমি বিসিএসে ১৯৯টা দাগায়েছি। আর একটা কেন দাগাইতে পারি নাই জানেন?

১২১ পঠিত ... ১৬:৩২, এপ্রিল ২৭, ২০২৪

25 (7)

অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন হাজার হাজার শিক্ষার্থী। হাজার হাজার শিক্ষার্থীর ভীড়ে ছিলেন সাকিবও। বিসিএসের প্রস্তুতি সাকিবের থেকে ভালো করে আর কেউ নিয়েছেন বলে আমাদের মনে হয় না। তবে, সফলতার পথে বাধা তো আসবেই! সাকিবেরও এসেছে। এতদিনের প্রস্তুতির পরেও বিসিএসে মাত্র ১৯৯টা প্রশের উত্তর দাগাতে পেরেছেন সাকিব। ছেড়ে এসেছেন পুরো একটা প্রশ্ন! কিন্তু কেন?

এ বিষয়ে সাকিব আমাদের জানালেন, আমি বিসিএসে ১৯৯টা দাগায়েছি। আর একটা কেন দাগাইতে পারি নাই জানেন? আমার কলমের কালি শেষ হয়ে গেছিল তাই। আমি অনেকজনের কাছে কলম চেয়েছি, কেউ আমাকে একটা কলম দেয় নাই। এক্সট্রা একটা কলম থাকলে আমি ২০০টা ই দাগাইতে পারতাম!’

সাকিবের এমন কর্মকাণ্ডের কথা শোনে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএসে সেরা হওয়া এক শিক্ষার্থী বললেন, ‘এটা কেমন কথা! কলম না থাকলে রক্ত দিয়ে লিখে দিয়ে আসতে হবে। কাটাকাটি ভয় লাগলে এখন গরম ছিল, ঘাম ব্যবহার করলেও পারত। মানুষ এমন ফাঁকিবাজি করে দেখেই বিসিএসে টেকে না! আমাদের সময় আমরা অনেক ডেডিকেটেড ছিলাম।’

১২১ পঠিত ... ১৬:৩২, এপ্রিল ২৭, ২০২৪

Top