পাশ করেছি ইঞ্জিনিয়ারিং, হয়েছি র‍্যাপার: yoyo amin

৩০৮ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ২৯, ২০২৪

421298287_1319881325220950_654975490025504010_n

র‍্যাপ গান করে বেশ নামডাক করেছেন হালের জনপ্রিয় র‍্যাপার yoyo amin. তবে সম্প্রতি খবরে এসেছে তিনি নাকি ইঞ্জিনিয়ারিং পাশ। ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিসিপ্লিনে থেকেও র‍্যাপের জগতে কেন আসলেন তারই বিস্তারিত জানতে আমরা গিয়েছিলাম  yoyo ভাইয়ের কাছে।

 

প্রতিবেদক: আমিন ভাই কেমন আছেন?

 yoyo amin:  yo বেশ ভালো আছি, আপনার কী খবর ব্রো?

 

প্রতিবেদক: আমিও বেশ, আমি কিন্তু আপনার বেশ বড় ভক্ত ভাই। আপনার শেষ গান ‘বাচ্চা নিয়েও নাও’ আমি আর আমার বউ একসাথে শুনেছি এবং আশা করছি কয়েকমাসের মধ্যেই আপনার ভাতিজা/ভাতিজি চলে আসবে।

yoyo amin: বাহ দারুণ খবর ম্যান, সামনে আমার আরেকটা গান আসতেছে ‘মনে মনে সাইকোলজিস্ট’ ঐটাও ভালো লাগবে শুইনা দেইখেন।

 

প্রতিবেদক: শুনলাম আপনি নাকি ইঞ্জিনিয়ারিং পাশ, তবে হুট করে গানের জগতে কেন এলেন ভাই?

yoyo amin: এদেশে সব সম্ভব yo. আর নেতারা এইট পাশ করে মন্ত্রী হয়ে যায় তাতে দোষ নাই, আমার র‍্যাপার হওয়াতেই যত দোষ!

 

প্রতিবেদক: না ইয়ে মানে, আপনি তো আর অনেক কিছুই হতে পারতেন। এই ধরেন আপনার গানের মতো, মনে মনে সাইকোলজিস্টও তো হতে পারতেন।

yoyo amin: আপনারে একটা গুপন কথা বলি শুনেন, সাইকোলজিস্ট হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দেশের মানুষের কারও ভালো সহ্য হয় না।  

 

প্রতিবেদক: এইটা সত্য কথা, তা ভাই আপনার কাছে একটা অনুরোধ বউয়ের রাগ ভাঙানোর টপিক নিয়ে একটা গান বানান প্লিজ ভাই। আপনাদের ভাবির মাথা খুব গরম।

yoyo amin: এই গানের লিরিক আমিও খুঁজছি, আপাতত এক কাজ করেন বাচ্চা নিয়ে নেন।

৩০৮ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ২৯, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top