আসছে তুমুল বৃষ্টি, বসুন্ধরায় চালু হতে যাচ্ছে সাবমেরিন সার্ভিস

২৫ পঠিত ... ১৬:৪২, মে ০৫, ২০২৪

19 (4)

আবহাওয়া অধিদপ্তরের মতে তীব্র গরমের পর এবার আসতে যাচ্ছে তুমুল বৃষ্টি। এই খবরে ঢাকার কিছু অঞ্চলের মানুষজন বিশেষ করে বসুন্ধরাবাসীরা আতংকিত হলেও তাদের জন্য রয়েছে সুখবর। বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাওয়া বসুন্ধরাবাসীদের যাতায়াতের সুবিধার্থে সেখানে চালু হতে যাচ্ছে সাবমেরিন সার্ভিস। মেট্রোরেলের মত প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর বসুন্ধরার পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সারাদিন চলবে এই সার্ভিস।

আপাতত শুধু বসুন্ধরায় সার্ভিস দিলেও চাহিদা বাড়লে মিরপুর কিংবা বাড্ডাতেও নিজেদের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে সাবমেরিন সার্ভিসের। প্রকল্পটির মুখপাত্র বুড়িগঙ্গায় একটি ট্রায়াল সাবমেরিনে বসে ভিডিও কলে আমাদের বলেন, জ্যামে বসে ঢাকার মানুষদের জীবন এমনিতেই হালুয়া টাইট। এর ওপর বৃষ্টি শুরু হলে তো কথাই নেই। আর বসুন্ধরাবাসীদের কথা নাই বা বললাম। বছরের পর পর উনাদের এমন কষ্ট চোখে আর দেখা যাচ্ছিল না। এ বছরই উগান্ডা থেকে বেশ কয়েকটি টিনের সাবমেরিন নিয়ে এসেছি। এগুলো দিয়ে প্রাথমিকভাবে সার্ভিস চালু হবে। ভালো সাড়া পেলে অন্যান্য জায়গাতেও সার্ভিস দেব। জ্যাম এড়াতে কিছু সাবমেরিন চলবে সুয়ারেজের লাইন দিয়েও।

অন্যদিকে সাবমেরিন সার্ভিস চালুর প্রতিবাদ জানিয়ে ‘ব্যবসায় লালবাত্তি’ ব্যানারে মানববন্ধন করেছেন বসুন্ধরার স্থানীয় নৌকার মাঝিরা। এই সার্ভিস বন্ধের দাবি জানিয়ে ক্ষিপ্ত এক মাঝি উত্তেজনাবশত ‘জিতবে আবার নৌকা’ স্লোগান দিয়ে বসেন পরে আশপাশের লোকজন তাকে বুঝিয়ে বললে তিনি ঠান্ডা হয়ে আমাদের বলেন,  এদেশে নৌকার সামনে ট্রাকই পাত্তা পায় না, সেখানে সাবমেরিন সার্ভিস চালু হয় কোন সাহসে? সিদ্ধান্ত না পাল্টালে আমাদের সহমত ভাইদের ডেকে সাবমেরিনগুলোকে গেস্টরুমে চালান করে দেব।

২৫ পঠিত ... ১৬:৪২, মে ০৫, ২০২৪

Top